অদ্ভুত ঘটনা ঘটেছে হুগলি চন্ডীতলায়। কাকিমা কে অপহরণ করে নিয়ে পালিয়েছে ভাইপো। কাকার অভিযোগে ভাইপো এবং কাকিমাকে উদ্ধার করেছে পুলিশ। ভাইপোর বিরুদ্ধে কাকিমা কে অপহরণের অভিযোগ এনেছেন কাকা।
অভিযোগকারী কাকার নাম মহাদেব ঘোষ। তিনি কাটোয়ার বাসিন্দা। মহাদেব বাবুর অভিযোগ অনুসারে 13 ই এপ্রিল ডাক্তার দেখানোর নামে বাড়ি থেকে বের হন তার স্ত্রী পাপিয়া ঘোষ। পাপিয়া দেবীকে ডাক্তার দেখানোর নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় তারই ভাইপো। তারপর থেকে আর বাড়ি ফেরেনি তার স্ত্রী। খোঁজাখুঁজির পরও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
এরপরই আর দেরি না করে পুলিশের দ্বারস্থ হয় মহাদেব বাবু। কাটোয়ার থানায় নিজের ভাইপোর বিরুদ্ধে অপহরণের অভিযোগ করেন। এরপরই ব্যবস্থা গ্রহণ করে পুলিশ। মহাদেব বাবুর অভিযোগের ভিত্তিতে হুগলি চন্ডীতলা থানার কলোড়া গ্রাম থেকে উদ্ধার করা হয় ওই কাকিমা অর্থাৎ পাপিয়া ঘোষ ও তার ভাইপো কে।
আজ অর্থাৎ শনিবার তাদের দুজনকে আদালতে পেশ করা হয়। কেন এই কান্ড ঘটালো কাকিমা ভাইপো তা এখনো জানা যায়নি। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এই ঘটনার কারণ জানার জন্য। বর্তমানে তদন্ত চালাচ্ছে পুলিশ।