একি অদ্ভুত কথা পাকিস্তানের জার্সিতে নাকি ধনি।
এ কিরে হয় , তাহলে কে সেই প্লেয়ার যার নামও ধনিই । সবুজ রং এর জার্সিতে ৭ নাম্বার থাকতেইপারে।
কিন্তু প্রশ্ন টা আমাদের মধ্যে রয়েই যায় যে পাকিস্তানের কে সেই প্লেয়ার যার
জার্সি নাম্বারও ৭ এবং নামও ধনি ? নাহ এটা কোনো পাকিস্তানি প্লেয়ারের নাম নাহ।
এটা মাহেন্দ্র সিং ধনিরই নাম , পাকিস্তানে সেজহজাদ উল-হাসান নামের এক ধনি ভক্ত লোক এই জার্সিটি বানিয়েছেন। তিনি কিছুদিন আগে ট্যুইটারে এই ছবিটি পোষ্ট করেছিল।
এরপরই ভাইরাল হয়ে যায় ধনির এই পাকিস্তানি জার্সি । সবার মনেই প্রশ্ন উঠে গিয়ে ছিল ,পাকিস্তানে ধনি নামের আবার প্লেয়ার কে আবার।
আসলে ব্যপারটা যে ধনি ভক্ততো সব দেশেই থাকতে পারে। তো পাকিস্তানে কেনো নয় ?
আর এখনো ক্রিকেট ইতিহাসে একজন ধনির নামই আছে তিনি হচ্ছেন মাহেন্দ্র সিং ধনি।
আরো পড়ুনঃ আসুন চিন্তা করি বিজ্ঞান কি এই অভিশাপ্ত কাহিনী মেনে নিবে???