ওয়েস্ট ইন্ডিসের সাথে ফাইনাল ম্যাচ জিতে প্রথম বারের মতো কোনো ফাইনাল ম্যাচ জেতার স্বাধ অর্জন করেছেন।
এর পর তারা সোজা উরাল দিয়েছে ইংলেন্ড ,এখন টাইগার বাহিনী ইংলেন্ড আছে বলে জানা গেছে।
তারা ওয়ার্ল্ড কাপের আগে দুটি প্রস্তুতি ম্যচ খেলবে এর মধ্যেই তারা শুনল একটি সুখবর যে স্টার স্পোর্টস তাদের প্রস্তুতি ম্যাচ সরাসরি সম্প্রসার করবে।
এবারই প্রথম আগে এমনটা কখনো হয়নি এর আগে কখোনোই কোনো প্রস্তুতি ম্যাচ টেলিভিশন পর্দাতে দেখা যায়নি।
কিন্তু আপনারা যেনে খুশি হবেন যে এই প্রথমবার তা দেখা যাবে টেলিভিশন পর্দাতে ।
ওয়ার্লড কাপের আগে বাংলাদেশ এর সাথে ভারত এবং পাকিস্থানের সাথে দুইটা প্রস্তুতে ম্যাচ রয়েছে।
প্রথম প্রস্তুতি ম্যাচ পাকিস্থানের সাথে ২৬ তারিখে কার্ডিফে হবে।
এবং দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ হবে ভারতের সাথে একই ভ্যনুতে ২৮ তারিখে।
এর আগে ওয়ার্ল্ড কাপের আগে শুধু ভারতের প্রস্তুতই ম্যাচ দেখা যেতো কিন্তু অন্যদের কারোর ম্যাচ দেখানো হতো নাহ।
এবার স্টার স্পোর্টস সব কয়টি প্রস্তুতি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বলে জানিয়েছেন স্টার মিডিয়ার ভাইস প্রেসিডেন্ট সংযোগ গুপ্তা।
ওয়ার্ল্ড কাপের আগে ১০ টি প্রস্তুতি ম্যাচ হবে সব কয়টিই এবার দেখা যাবে স্টার স্পোর্টসে।