রাজধানিতে ফলের আরদে অভিজান চালাচ্ছে র্যাব। র্যাবের পক্ষ থেকে বলা হয়েছে এখানে প্রচুর কার্বাইড যুক্ত আম রয়েছে। তারা এখানে পর্যবেক্ষন করতে এসে অনেক আম পেয়েছেন। র্যাব পর্যবেক্ষন করে অনেক আম পেয়েছেন তার ভিতর লেহেংরা আম একটি যেটা জুন মাসে বাগান থেকে আনার কথা সেটা এখন দোকানে। আমের আটিগুলো এখোনো নরম কিন্তু আম গুলো পাকা ।এছারাও হিমসাগড় আম রয়েছে যা গাছ থেকে পারার কথা এই মাস শেষে ।
আসলে এই মুহুর্তে কাচা আম থাকার কথা গবিন্দ ভোগ এবং বুটি। এছাড়া অন্য কোনো আম থাকার কথা না বাজারে।
কিন্তু এর ভিতর পুরো বাজার আমে ভরে গেছে। শোনা গেছে এর ভিতর এক দোকানদারকে ৪লাখ টাকার জরিমানা করা হয়েছে।এবং তিন চার দোকানের দোকানের আম জব্দ করেছে র্যাব এবং র্যাবের সাথে রয়েছে বি এইস টি আই এর কর্মকর্তারা আরো রয়েছেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের কর্মকর্তারাও রয়েছেন।
তারাও এই বিষয়টি পর্যবেক্ষন করছেন।এছাড়াও র্যাব এই রোজারমাসে খেজুর সহ বিভিন্ন ফলের দোকানে বা আরোদে অভিযান চালিয়েছে এবং অনেক ফল জব্দ করেছেন। যা মানুষের জন্য স্বাস্থ্য ঝুকির কারন। এটা বাংলার মানুষের জন্য সুখবর যে তারা ভাল একটা উদ্দোগ নিয়েছে ।