বিকেল হলেই মনের মধ্যে ইচ্ছা জাগে এক কাপ গরম ধোঁয়া ওঠা চায়ের।আর চা আসবে আর বাঙালী গল্পের আসর বসাবে না তা তো কখনোই হয় না।তাই গল্পের মেজাজ জমাতে চায়ের সাথে সাথে খোঁজ পড়ে যায় ‘টা’ এর।
এবার এই ‘টা’ নিয়েই হয়ে যায় আসল চিন্তা।রোজ রোজ তো আর এক খাবার খাওয়া যায় না, এদিকে নতুন কি বানানো হবে সেটাও ভেবে কুল-কিনারা করা যায় না।তাই দেওয়া হল এক মুখোরোচক খাবারের সন্ধান। চা এর সাথে এবার সন্ধ্যে হলেই পাতে পড়ুক সুস্বাদু কাঁচকলার পকোড়া ।
উপকরণঃ
বড়ো একটি কাঁচকলা – সেদ্ধ
একটি আলু – সেদ্ধ
নুন – পরিমান মতো
হলুদগুঁড়ো – পরিমান মতো
গোল মরিচ – পরিমান মতো
গরম মশলা -১/২ চা-চামচ
চিনি- ১টেবিল চামচ
সাদা তেল- ১০০ গ্রাম
খাবার সোডা- ১চিমটে
কাঁচকলার পকোড়া বানানোর পদ্ধতিঃ

প্রথমে একটা বড়ো পাত্রে কাঁচকলা সেদ্ধটা ভালো করে মেখে নিন।তারপর তারসাথে সেদ্ধ আলুটাও ভালো ভাবে মেখে নিন।এমনভাবে মাখবেন যেন সব ভালোভাবে মিশে যায়।এইবার ওই মেখে রাখা মিশ্রনে একে একে যোগ করুন উপরের উল্লেখিত উপকরণগুলো।প্রথমে নুন, হলুদগুড়ো, গোলমরিচ ও গরম মশলা যোগ করে ভালো ভাবে মেখে নিন।এরপর তাতে ১ টেবিল চামচ চিনি যোগ করুন।আপনি যদি না চান নাও যোগ করতে পারেন।এরপর এতে যোগ করুন এক চিমটে খাওয়ার সোডা।এটা পকোড়াটি মুচমুচে হতে সাহায্য করে।এরপর মিশ্রনটি হাতে নিয়ে(হাতে তার আগে একটু তেল মেখে নেবেন, নাহলে মিশ্রণটি বার বার হাতে আটকে যাবে) গোল গোল করে নিয়ে চ্যাপ্টা করে দিন।এরপর কড়াইতে তেল গরম করে নিয়ে পকোড়াগুলি ছাঁকা তেলে ভেজে তুলে দিন।এরপর চা-এর সাথে পরিবেশন করুন মুচমুচে কাঁচকলার পকোড়া।