এবার ১৬ তম শিক্ষক নিবদ্ধন পরীক্ষা ২০১৯ এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৮ মে থেকে ওবেবসাইটের মাধ্যমে আবেদন শুরু হবে এবং চলবে ১৯ জুন সন্ধ্যা ৬ টা পর্যন্ত। অবেদন ফি জমা দেয়া যাবে ২২ জুন পর্যন্ত।
এই পরীক্ষায় প্রার্থীদেরকে প্রথম ধাপে প্রিলিমিনারি টেস্ট তারপর দ্বিতীয় ধাপে উত্তীর্ণদের লিখিত পরীক্ষা দিতে হবে এবং শেষ দাপে মৌখিক পরীক্ষা। প্রথম ধাপের পরীক্ষা শুরু হবে ৩০ আগস্ট এবং লিখিত পরীক্ষা ১৫ ও ১৬ নভেম্বর।
পরীক্ষায় ১০০ মার্কের এমসিকিউ থাকবে যার পাশ ৪০ বলে গন্য হবে। প্রতি সঠিক উত্তরের জন্য ১ নম্বর পাবে এবং প্রতি ভুল উত্তরেরজন্য প্রাপ্ত নম্বর থেকে .৫০ মার্কা কাটা হবে।
ফি প্রদানের নিয়মাবলী
অনলাইনে অবেদনপত্র পূরণ করে নির্দেশনা অনুসারে প্রার্থীর ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন পত্র সাবমিট করতে হবে।
সাবমিট করা সম্পন্ন হলে কম্পিউটারে ছবিসহ অবেদনপত্র প্রিভিউ দেখা যাবে। নির্ভুল আবেদন পত্র সাবমিট করা হলে প্রার্থী ৩ টি জিনিস পাবে একটি ইউজার আইডি, ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপলিকেন্স কপি পাবেন।
অ্যাপলিকেন্স কপিতে প্রদত্ত ইউজার আইডি ব্যবহার করে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি বাবদ ৩৫০ টাকা দিতে হবে। এবং এই ফি আবেদন সাবমিট করার ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে।
পিডিএফ ডাউনলোড করুনঃ সার্কুলার ডাউনলোড(ক্লিক করুন)