দেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা রিলায়েন্স জিও গ্রাহকদের জন্য মাঝে মধ্যেই নতুন নতুন ধামাকেদার প্রিপেড প্ল্যান লঞ্চ করতে থাকে ৷ জিও-তে একাধিক সস্তার ডেটা প্ল্যান রয়েছে ৷ কিন্তু আপনি কী জানেন জিও-র এরকম একাধিক প্ল্যান রয়েছে যাতে আপনি মাত্র ৩.৫ টাকা থেকে ৪ টাকার মধ্যে ১ জিবি ডেটা মিলবে |মাত্র ৩.৫ টাকায় ১ জিবি ডেটা পেয়ে যাবেন গ্রাহকরা ৷ জিও-র এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিন ৷
এই প্ল্যানটি তাদের জন্য বেশ উপকারি যারা প্রতি মাসে রিচার্জের ঝঞ্জাট থেকে বাঁচতে চান ৷ জিও-র এটা ৫৯৯ টাকার প্ল্যান ৷ এই প্ল্যানের ভ্যালিডিটি ৮৪ দিনের ৷ প্রতিদিন ২ জিবি করে মিলবে ডেটা ৷ অর্থাৎ ৫৯৯ টাকায় গ্রাহকরা পেয়ে যাবেন ১৮৬ জিবি ডেটা ৷
এই হিসেব অনুযায়ী, ১ জিবি ডেটা ব্যবহারের জন্য গ্রাহকদের মাত্র ৩.৫৭ টাকা খরচ করতে হবে ৷
জিও-র অন্যান্য যে কোনও প্ল্যান থেকে এটা সবচেয়ে সস্তা ৷ ডেটার পাশাপাশি মিলবে আনলিমিটেড কলিং ও বাকি নেটওয়ার্কে কল করার জন্য ৩০০০ মিনিট বিনামূল্যে ৷ সঙ্গে মিলবে প্রতিদিন ১০০ টি ফ্রি এসএমএস ৷