গণেশের দুধ খাওয়ার পর এবার শিবের বাহন নন্দী খাচ্ছে দুধ। এমন গুজব ছড়িয়ে যাওয়াতেই ভক্তের ঢল নেমেছে লিলুয়ার এক শিব মন্দিরে। খবর ছড়িয়ে যাওয়ার সাথে সাথে আশপাশ এলাকা থেকে দলে দলে লোক এসে দেখে যাচ্ছে দুধ খাওয়াই নন্দীকে।
প্রসঙ্গত উল্লেখ্য নব্বই এর দশকে গণেশের দুধ খাওয়া নিয়ে ব্যাপক শোরগোল পড়ে গেছিল চারিদিকে।দুর দুরান্ত থেকে গণেশ কে দুধ খাওয়ানোর জন্য লোক এসে ঝড় হচ্ছিল সেই মন্দিরে। আবার এত বছর পর নন্দীর দুধ খাওয়ার গুজব উঠলো চারিদিকে।
ঘটনাটি ঘটেছে লিলুয়ার এক মন্দিরে। সোমবার অর্থাৎ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ঘটেছে ঘটনাটি। লিলুয়ার ওই মন্দিরে শিব লিঙ্গের পাশে একটি সার অর্থাৎ নন্দীর মূর্তি আছে। স্বভাবতই শিবলিঙ্গে দুধ ঢালার পর ভক্তরা নন্দীকে ও দুধ দেয়। ভক্তদের দাবি নন্দীকে দুধ দেওয়ার পর নন্দী সে দুধ খেয়ে নিচ্ছে। এই খবর ছড়িয়ে পড়তে সময় বেশি লাগে নি স্বাভাবিকভাবেই। এরপর থেকেই চারিদিক থেকে ভক্তের ঢল নামে লিলুয়ার ওই মন্দিরে। নন্দী কে দুধ খাওয়ানোর হুজুগ উঠে যায় চারিদিকে। এই ঘটনা কতটা সত্যি তা এখনো যাচাই করা যায়নি।