সম্প্রতি গুজব উঠেছে অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নাকি প্রেম করছেন জাভেদ জাফরির ছেলে মিজানের সাথে। এই গুঞ্জন বহুদিন ধরেই শোনা যাচ্ছিল। অবশেষে সমস্ত গুজবের অবসান করলেন জাভেদ জাফরি পুত্র মিজান নিজেই।
এর আগেও নভ্যার সম্পর্কে এমন গুজব রটেছিল। আগেও শোনা গিয়েছিল শাহরুখপুত্র আরিয়ানের সাথে নাকি নভ্যা নভেলি নন্দা সম্পর্কে জড়িয়ে পড়েছেন। তবে সেই গুজব বচ্চন পরিবার নাকচ করে দেন। তারা সাফ জানিয়ে দিয়েছিলেন নভ্যা নভেলি নন্দার সাথে কারোরই কোন প্রেমের সম্পর্ক নেই। আবার উঠলো সেই একই গুজব মিজানের সাথে।
তবে মিজান এখানে নিজেই জানিয়ে দিয়েছে যে তারা দুজনেই একই গ্রুপের বন্ধু এবং নভ্যা তার বোনের বান্ধবী হন। তিনি এও জানিয়েছেন তারা শুধুমাত্র ভালো বন্ধুই এছাড়া আর কোন সম্পর্ক নেই তাদের মধ্যে। প্রসঙ্গত উল্লেখ্য খুব শিগগিরই সঞ্জয় লীলা বানসালির হাত ধরে বলিউডে অভিষেক ঘটতে চলেছে খ্যাতনামা ডান্সার জাভেদ জাফরির পুত্র মিজানের। বনশালির প্রযোজনা সংস্থার পরবর্তী ছবি মালাল এ অভিনয় করতে দেখা যাবে নবাগত অভিনেতা কে। তার বিপরীতেও যিনি অভিনেত্রী তিনি ও নবাগতা। তার নাম শর্মিন সেহগল। ছবিটি পরিচালনা করছেন মঙ্গেশ হাদাওয়ালে। পরিচালক হিসেবে পারো এটা ডেবিউ ছবি।
অনেকদিন আগে একটি সাক্ষাৎকারে মিজান জানিয়েছিলেন বাজিরাও মাস্তানি শুটিংয়ের সময় তিনি সঞ্জয় লীলা বানসালির নজরে আসেন। তিনি জানিয়েছেন এই মালাল নামক ছবিতে তিনি মুখ্য চরিত্রে অভিনয় করছেন। তার চরিত্রের নাম শিবা। শিবার বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন শিবার চরিত্রের থেকে তার নিজের চরিত্র অনেক বেশি আলাদা। এই চরিত্রটি করতে গিয়ে মিজান কি শিখতে হয়েছে মারাঠি ভাষা। এছাড়াও চরিত্রটি একজন বস্তিবাসী বলে বিভিন্ন বস্তিতে ঘুরে ঘুরে মিজানকে শিখতে হয়েছে তাদের সংস্কৃতি। তিনি জানিয়েছেন এই চরিত্রটি করার জন্য তিনি দেড় বছর ধরে প্রস্তুতি নিয়েছিলেন। তিনি এও বললেন এই বছরই 28 শে জুন মুক্তি পেতে পারে মালাল।