ক্যাটরিনা কাইফ বলিউডের একজন পরিশ্রমী অভিনেত্রী ও অসাধারন ডান্সার তবে অভিনয়ের জন্য প্রায়ই তাকে ক্রিটিসাইজ হতে হয়, তার ব্রিটিশ একসেন্টে ইংলিশ বলা নিয়েও রয়েছে প্রচুর সমালোচনা ।
ক্যারিয়ারে তিনি অনেক আপস-এন্ড-ডাউন দেখেছেন, তার বলিউডে অভিষেক হয় সালমানের হাত ধরে, তার সাথে সালমানের প্রেমের সম্পর্ক ছিলো বলেও রিওমার হয়েছিলো, তবে মাঝখানো তিনি রনবির কাপুরের সাথে সম্পর্কে জড়ান এবং সম্পর্ক কিছুটা নষ্ট হয় সালমামের সাথে, এমন সময় ক্যাটের সব ফিল্মগুলোও একাধারে ফ্লপ খাচ্ছিলো :*জাগ্গা জাডুস, ফিতুর, ‘বারবার দেখো’ সহ প্রায় সবগুলো ফিল্ম বক্স অফিসে মুখ থুবড়ে পরছিলো, অনেক সমালোচক ক্যাটের ক্যারিয়ার শেষ বলে মন্তব্যও করেছিলেন, এই ‘মরার উপর খারার ঘাঁ’ হয়ে আসে ক্যাটের ব্রেকআপ, আর রনবির কাপুরের সাথে ব্রেকআপের পর তিনি অনেকটা ভেঙ্গে পরেন আর দিপিকা তো ব্রেকআপের পর ডিপ্রেশনে চলে গিয়েছিলো ।
যাইহোক এই টালমাটাল পরিস্থিতি থেকে আবার ঘটনায় আসেন সালমান খান ‘টাইগার জিন্দা হ্যা’ ছবি দিয়ে ক্যাটরিনাকে তুলে আনেন, কাস্ট করেন ‘ভারতে’ আবার টাইগার সিরিজের ৩য় কিস্তিতেও কনফার্মড করেছেন ক্যাটরিনা থাকছেন, এর মাধ্যমেই বোঝা যায় সালমান ক্যাটকে কতটা পছন্দ করেন।।
রিসেন্টলি ‘জিন্দা’ সং লঞ্চে সালমান বলেছেন, তিনি শিউর ক্যাটরিনা এবার ভারতে অভিনয়ের জন্য ন্যাশনাল এওয়ার্ড পাবে ।
তাহলে বুঝুন ভাই যাকে ভালোবাসে তার জন্য কতদূর যেতে পারে, এমনকি চাইলে ন্যাশনাল এওয়ার্ডও কিনে দিতে পারেন।
জোক্সাপার্ট, এই ঈদে রিলিজ হচ্ছে ‘ভারত” বলাই যাচ্ছ এবার ধামাকা হবে ভারতজুড়ে ।
আরও খবর পড়ূনঃ সেলিনা গোমেজ বিয়ে করছেন ৬৮ বছর বয়সী এই অভিনেতা কে