ডিসনির পপুলার টিভি শো হাই স্কুল মিউসিক্যাল থেকে রাতারাতি তারকা হয়ে যান সেলিনা গোমেজ এবং তার পর থেকে তাকে নিয়েহেডলাইন্স হওয়া শুরু হয়। এবং তিনি প্রথম বার খবরের শিরনাম হয় জাস্টিন বিবারের সাথে সম্পর্কে জরিয়ে যদিও অনেক টানা পোড়ানেরপর তাদের ৮ বছরের সম্পর্কোর ইতি হয় গত বছর।
তবে সেলিনা গোমেজ তার সম্পর্কের জন্য খবরে আসেন এমন কিন্তু নয়। আমেরিকন এই পপ সিঙ্গার তার পাওয়ার ফুল ভয়েস
ও গানের জন্য বেশ পপুলার , নিজের গানের জন্য তিনি অনেক বারই ফ্রন্ট লাইনে এসেছেন ।
কিন্তু এবার তিনি ফ্রন্ট লাইনে এসেছেন অন্য একটি কারনে, বিষয়টি আসলেই সারপ্রাইজিং আর সেটি হল তার বিয়ে।
সম্প্রতি তিনি এমন একটি এ্যানাউসমেন্ট করেন সেটা আসলেই অবাক করা, রিসেন্টলি তিনি ইন্সটাগ্রামে ৬৮ বছর বয়সি
বিল মরের সাথে বিয়ের কথা জানান। তিনি কান্স উৎসবে নিজের একটি ছবি শেয়ার করে লিখে বিল এ্যান্ড আই গেটিং ম্যারিড।
সম্প্রতি তিনি তার নতুন সিনেমা “দ্যা ডেড ডোন্ট ডাই” মুভির প্রমশনের জন্য সেখানে উপস্থিত হন।
এখন প্রশ্ন হচ্ছে তিনি কি আসলেই বিল মরকে বিয়ে করছে নাকি পুরোটাই ছিল মুভি প্রমশনের জন্য পাব্লিসিটি স্টান্ড।
আরও কবর পড়ুনঃ লিওনার্দো ডিক্যাপ্রিওর সেরা ৫টি সিনেমা।