ফেনির ছাগলনাইয়ায় সাত বছরের এক শিশু মো বাহার (২৫) নামের এক যুবকের কাছে ধর্ষিত হয়। সেই অভিযোগে যুবককে গ্রেফতার করে পুলিশ। গতকাল শুক্রবার এই ঘটনা ঘটে। শিশুটইর বাবা বাদী হয়ে তাদের স্থানীয় থানায় নারী ও শিশু নির্যাতনের উপর মামলা করে। গতকাল রাতেই অভিযানের মাধ্যমে পুলিশ বাহারকে গ্রেফতার করে।
বাহার ফেনির ছাগলনাইয়া উপজেলার পূর্ব শিলুয়া নাপিতঘাটা এলাকার ছেলে।
এলাকাবাসী জানায়, ছাগলনাইয়া এক ভাড়া বাসায় থাকে শিশুটির পরিবার। গতকাল যখন শিশুটির বাবা মা বাসায় না থাকে তখন মেয়েটিকে ১০ টাকা দেয় এবং মেয়েটিকে পাশের দোকান ঘরে নিয়ে গিয়ে ধর্ষন করে। দোকানঘরে মেয়েটির কান্না শুনে মেয়েটির মা সেখানে ছুটে যায় এবং সেখানে গিয়া বাহারকে দেখন। বাহার তথা সময়ে সেখান থেকে পালিয়ে যায়, পালিয়ে যাওয়ার সময় এলাকার লোকজন তাকে ধাওয়া করে। কিন্তু তাকে ধরতে পারেনি। পরে পুলিশি অভিযানের মাধ্যমে তাকে ধরা হয়।
স্থানিয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন এই ঘটনার পক্ষে মামলা হয়েছে। মেয়েটিকে শারীরিকভাবে পরিক্ষার জন্য সেখানের সদর হাসপাতালে পাঠানো হয়েছে। শারীরিক পরিক্ষা শেষে মেয়েটির কাছ থেকে জবানবন্দি নেয়া হবে। আসামিকে জিজ্ঞাসাবাদ করার পরে তাকে আদালতে পাঠানো হবে এবং ১৬৪ ধারায় জবানবন্দি নেয়ার জন্য আবেদন করা হবে।