এবারের ডন হতে চলেছেন রণবীর কাপুর। শাহরুখের বদলে এবার ‘ডন ৩’ এ দেখা যাবে রণবীর কাপুর কে। এক সূত্রের খবর অনুযায়ী ‘ডন থ্রি’র চিত্রনাট্যের বিষয় নিয়ে ইতিমধ্যে কাজ শুরু করে দিয়েছেন পরিচালক ফারহান আখতার। তবে সেই ছবিতে ‘ডনের’ চরিত্রে অভিনয় করবে রণবীর কাপুর এমনটাই শোনা যাচ্ছে।
‘ডন টু’ ও পরিচালনা করেছিলেন ফারহান আখতার । সেই ছবিতে ডনের ভূমিকায় দেখা গিয়েছিল কিং খানকে। সেই ছবিটি ব্লকবাস্টার হিট ও হয়েছিল। তবে এবার পরিবর্তন ঘটছে কাস্টিংয়ে। প্রথমে শোনা গেছিল ‘ডন থ্রি’ নাকি পরিচালনা করবেন ফারহানা আখতার এর বোন জোয়া আখতার। তবে সেই খবর কে গুজব বলে উড়িয়ে দিয়েছিলেন জোয়া আখতার। তবে এবারের খবর নাকি সঠিক বলেই জানা যাচ্ছে। তবে এ বিষয়ে রণবীর কিংবা শাহরুখ কিছুই জানাননি।
বর্তমানে শাহরুখ খান কোন ছবিতেই কাজ করছেন না বলেই জানা যাচ্ছে। শোনা যাচ্ছে তিনি কিছু দিনের জন্য ছবি থেকে বিরতি নিয়েছেন। তবে পরবর্তী ছবি নিয়ে তিনি পরিচালক রাজকুমার হিরানি সাথে নাকি কথা বলছেন। তাই আশা করা যাচ্ছে কিং খানের ছবি ‘জিরোর’ পর তাকে দেখা যেতে পারে ‘রেড চিলিজ’ এর ব্যানারে রাজকুমার হিরানির ছবিতে। তবে সম্প্রতি আবার শুরু হতে চলেছে শাহরুখের চ্যাট শো ‘টেড টক’ এর দ্বিতীয় সিজন।সেই বিষয়টি নিয়েও শাহরুখ বর্তমানে ব্যস্ত আছেন।
অন্যদিকে রণবীর কাপুর তার অভিনীত সুপার হিট ছবি ‘সঞ্জু’র পর এখন মন দিয়েছেন অয়ন মুখার্জি পরিচালিত ‘ব্রহ্মাস্ত্র’ নামক ছবিটায়। এই ছবিতে রণবীর এবং আলিয়ার জুটিকে দেখতে পাবে দর্শক। এছাড়াও এই ছবিতে আছেন অমিতাভ বচ্চন, মৌনি রায়, আক্কিনেনি নাগার্জুন। এই ছবির প্রযোজনা করছেন করণ জোহর।তবে যাই হোক ‘ডন থ্রি’ এ আমরা শাহরুখকে দেখতে পাবো নাকি রণবীরকে তা বলে দেবে সময়ই।