আবার নেটফ্লিক্সে কিং খান। তবে এবার ক্যামেরার সামনে নয় পিছনে থাকবেন তিনি। অভিনেতা চেয়ার থেকে এবার প্রযোজকের চেয়ারে দেখা যাবে তাকে। শাহরুখ খানের প্রযোজনায় এক হরর সিরিজ আসতে চলেছে নেটফ্লিক্সে। উত্তেজনায় ফুটছেন তাই নেটিজেনরা।
সূত্রে খবর কিং খান প্রযোজিত এই হরর সিরিজ টির নাম বেতাল। এই সিরিজটির মুখ্য চরিত্রে দেখা যাবে বিনীত কুমার সিং ও আহানা কুমরা কে।
বেতাল সিরিজটির পরিচালক তো হবেন প্রতীক গ্রাহাম। পরিচালকের পাশে পাশে এই সিরিজটির চিত্রনাট্যকার তিনি। আর এটা তো বলেই দিয়েছি এই সিরিজের প্রযোজক হিসেবে থাকবেন স্বয়ং বাদশা। তবে শাহরুখ একা নন এই সিরিজে আরো একজন প্রযোজক রয়েছেন। তার নাম হলো গৌরভ বর্মা।
পরিচালক প্রতি গ্রাহাম এর আগেও একটি সিরিজ পরিচালনা করেছিলেন। তার পরিচালনা করা আগের সিরিজের নাম হল ঘোল। সেই সিরিজটির মুখ্য চরিত্রে ছিলেন রাধিকা আপ্তে। সূত্রে খবর বেতাল সৃষ্টির ঘোষণা খুব শিগগিরই হতে চলেছে। বেতাল কে নিয়ে এটি তিন নম্বর প্রজেক্ট হতে চলেছে রেড চিলিজ এন্টারটেনমেন্টের।
সম্প্রতি নেটফ্লিক্স জানিয়েছে রেড চিলিজ এর আন্ডারে ব্যাড অফ ব্লাড এর প্রিমিয়ার হতে চলেছে ২৭ সেপ্টেম্বর। বিলাল সিদ্দিকীর বেস্ট সেলিং বই এর অবলম্বনে হতে চলেছে ব্যাড অফ ব্লাড সিরিজটি। আর রেড চিলিজ এর ব্যানারের আরেকটি সিরিজ ক্লাস এইট ট্রি পরিচালনা করবেন অতুল সবরওয়াল। এই সিরিজটির মূল বিষয় হচ্ছে পুলিশ। মোটকথা বেশ পরপর অনেকগুলো ধামাকা দার সিরিজ নিয়ে আসতে চলেছে নেটফ্লিক্স। আর বলিউডের বাদশা ও তার মধ্যে একটি সিরিজের প্রযোজক।