ছেলের হাতে খুন হলো মা। মায়ের কাছে নতুন বাইকের ই এম আই এর টাকা চেয়ে না পেয়ে মাকে খুন করল ছেলে। ছেলেটির বয়স 26 বছর। নিহত মায়ের নাম মালতি মন্ডল। ঘটনাটি ঘটেছে হাওড়া উলুবেরিয়া।
নিহত মালতি মন্ডল এর ছেলের নাম রাকেশ মণ্ডল। রাকেশ হাওড়ার এক জুট মিলের কর্মচারী। সম্প্রতি একটি বাইক কিনে ছিল রাকেশ। আর সেই বাইক ঘিরেই ঝামেলা বাধে তার সাথে তার মায়ের। বাইকের ইএমআই মেটানোর জন্য মায়ের কাছে টাকা চায় রাকেশ। সেই টাকা দিতে তার মা মালতি মন্ডল অস্বীকার করলে নির্মমভাবে মারতে থাকে রাকেশ তার মাকে। মারতে মারতে রাকেশ একেবারেই মেরে ফেলে তার মাকে।
এই দিন কি হয়েছিল জিজ্ঞাসা করতে জানা গিয়েছে সম্প্রতি এক মোটর বাইক কিনে ছিল রাকেশ মণ্ডল। তার জন্য রাত দুটো নাগাদ বাড়ি ফিরে ওই বাইকের ইএমআই মেটানোর জন্য মায়ের কাছে টাকা চেয়ে জোরাজুরি করে রাকেশ। ওই রাতে অভিযুক্তের বাবা অসিত মন্ডল ছিলেন নাইট ডিউটিতে। ঘরে মালতি মন্ডল ছাড়া কেউ ছিলেন না। মা মালতি মন্ডল টাকা দিতে রাজি না হওয়ায় ছেলে রাকেশ মণ্ডল তার ওপর লাঠি নিয়ে চড়াও হয়। বেধড়ক মারধর শুরু করে। ঘর থেকে মালতির চিৎকার শুনতে পেয়ে অভিযুক্তের কাকা ঘটনাস্থলে ছুটে আসেন। অভিযুক্তের কাকার অভিযোগ তিনি রাকেশকে থামানোর চেষ্টা করায় তাকেও মারধর করে রাকেশ। তার মধ্যেই তিনি কোনরকমে রাকেশকে একটি গাছের সাথে বেঁধে ফেলেন। তারপর তিনি খবর দেন স্থানীয় থানায়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয় তারা ঘটনাস্থলে পৌঁছে আহত ওই মহিলাকে সাথে সাথে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে তাকে নিয়ে যাওয়ার পর ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করে হাসপাতালের ডাক্তাররা। অভিযুক্ত রাকেশ মণ্ডল কে এরপর গ্রেফতার করেন পুলিশ। তার বিরুদ্ধে দায়ের করা হয়েছে খুনের মামলা। রাকেশ এর বাবাও জানিয়েছেন যে টাকার জন্য প্রায়ই তার মাকে উত্ত্যক্ত করতো রাকেশ। এই দিনেও একই ব্যাপার নিয়ে ঝামেলা লাগায়। মাকে একেবারে খুনই করে দেয় রাকেশ।