ঈদে ছবি মুক্তির দৌরে শকিব খানের পাসওয়ার্ড ও নোলোকের সাথে আছে আবার বসন্ত। অনন্য মামুন পরিচালিত এই ছবিটির কেন্দ্রীয়চরিত্রে অভিনয় করেছে গুনি অভিনেতা তারিক আনাম খান এবং মডেল অভিনেত্রী স্পর্শিয়া। এ ছবির মাধ্যমে এই প্রথম বার পর্দায়ফুটে উঠবে দুই প্রজন্মের দুই জন মানুষের অসমবয়সী প্রেমের রসায়নের গল্প।
আবার বসন্ত ছবির গল্প ও তার চরিত্র নিয়ে কথা বলেন তারিক আনাম খান। তিনি বলেন, জীবন শেষ দিন পর্যন্ত সুন্দর এটি হচ্ছে
ছবির মূল বিষয় এবং আমার চরিত্রটি রিএক্ট করে পারি পার্সিক যে অবস্থ তার সঙ্গে আর ঘটনা ক্রমে তার সঙ্গে একটি কম বয়সী
মেয়ের সঙ্গে তার সর্ম্পক গড়ে ওঠে । এই বিষয় নিয়েই গল্পটি অগায়।