ফের ভয়ানক ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া। এইবারের ভূমিকম্পে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩। রবিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ছয়টায় ভূমিকম্পটি হয়েছিল ইন্দোনেশিয়ার ওয়েস্ট নুসা তেঙ্গাগারা সহ বিস্তীর্ণ এলাকায়।
বারবার প্রবল ভূমিকম্পে কেঁপে উঠছে ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া কে বারংবার সম্মুখীন হতে হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়ের। তবে এখনো পর্যন্ত এই ভূমিকম্পের ফলে কোন প্রাণহানী বা সম্পত্তি ক্ষয়ক্ষতির খবর মেলেনি। স্থানীয় এক বাসিন্দার কাছ থেকে জানা গেছে যে এই ভূমিকম্পটি বেশ জোরালোভাবে অনুভব করা গেছে।

ভূমিকম্প অনুভূত হতে ভয়ে সবাই নিচে নেমে আসেন। প্রসঙ্গত উল্লেখ্য গত সপ্তাহ তে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়া। রিখটার স্কেলে তখন কম্পনের মাত্রা ছিল ৬.৯। সেইবারও বেশ বড়োসড়ো ক্ষয় ক্ষতির হাত থেকে বেঁচে ছিল ইন্দোনেশিয়া। আগের বছরই সুলাওয়েসি দ্বীপে পালুতে তীব্র ভূমিকম্প হয়। সে ভূমিকম্পের ফলে মারা গিয়েছিলেন দুই হাজার মানুষ। আবার ২০০৪ সালে বিশাল ভূমিকম্পে ভয়ানক সুনামি আছড়ে পড়ে ওই দ্বীপে। সেই বছর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল ইন্দোনেশিয়ায়। মৃত্যু হয়েছিল প্রায় ১ লক্ষ ৭০ হাজার মানুষের। তবে একটাই ভালো খবর এইবারের ভূমিকম্পে এখনো পর্যন্ত কোন মৃত্যুর কিংবা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সংবাদমাধ্যম থেকে খবর পাওয়া গেছে মাতারাম ,বীমা, ওয়ানগাপু সহ বিভিন্ন শহরে জোরালো ভূমিকম্প অনুভব হয়েছিল। আতঙ্কে ঘর ছেড়ে রাস্তায় নেমে পড়েছিল মানুষজন। ভূ বিজ্ঞানীদের মতে দক্ষিণ-পূর্বে প্রায় ৮৮০ কিলোমিটার দূরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল। ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় ১০ কিলোমিটার।