আজই বেরোবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের উচ্চমাধ্যমিকের রেসাল্ট।গত ১৩ই মার্চ শেষ হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা।আজ প্রায় ৭৪ দিনের মাথায় হতে চলেছে এর ফল প্রকাশ। এইবারে রাজ্যে প্রায় ৮ লক্ষ পরীক্ষার্থী দিয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষা আগের বারের চেয়ে প্রায় ৯ হাজার জন বেশি।আজ সকাল ১১ টায় হবে ফলপ্রকাশ এমনটাই জানা গেছে।প্রথমে সকাল ১০টায় উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস সাংবাদিক বৈঠক করবেন।এরপর বেলা ১১ টায় বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা জানতে পারবে উচ্চমাধ্যমিকের ফলাফল ।কোন কোন প্রক্রিয়ায় জানা যাবে ফল দেখে নিন।
কীভাবে জানবেন উচ্চমাধ্যমিকের ফলাফল –
শিক্ষার্থী তার মোবাইল নম্বরটি www.exametc.com এই ওয়েবসাইটে আগে থেকে রেজিস্টার করে রাখলে রেসাল্ট বেরোনোর সাথে সাথে রেজাল্ট চলে যাবে সেই রেজিস্টার করা নম্বরে।এছাড়াও পর্ষদের নির্দিষ্ট ওয়েবসাইটে wbresults.nic.in এ বেলা ১১ টার পর শিক্ষার্থীরা দেখতে পাবে তাদের ফলাফল।কারোর কাছে যদি ইন্টারনেট পরিষেবা না থাকে তারা sms এর মাধ্যমেও জানতে পারবে পরীক্ষার ফলাফল।WB <রোল নম্বর> পাঠিয়ে দিতে হবে 54242/ 56263/58888 নম্বরে। এছাড়াও আছে সংসদের অ্যাপ।সেখান থেকেও পরীক্ষার্থীরা জানতে পারবে চটজলদি ফলাফলের খবর।এর জন্য গুগুল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে West bengal board result 2019 বা www.result.shiksha অ্যাপ।