গতকাল রাতে শ্বাসরুদ্ধকর ম্যাচে আয়াক্সকে হারিয়ে ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ ফাইনালে উঠল ইংলিশ ক্লাবটি। আমস্টারডামে ২ গোলে পিছিয়ে পড়েও মোউরার হ্যাটট্রিকে সেমিফাইনালের দ্বিতীয় লেগ ৩-২ ব্যবধানে জিতেছে টটেনহ্যাম।দলের পক্ষ থেকে দেয়া ৩টি গোলই এসেছে লুকাস মোউরার সুনিপুণ ছোঁয়ায়।
ঘরের মাঠের প্রথম লেগ ১-০ গোলে হেরেছিল স্পাররা, ফিরতি লেগ ৩-২ গোলে জেতায় দুই লেগ মিলিয়ে স্কোরলাইন হয় ৩-৩।
ম্যাচ শুরু হয়ে ৫ মিনিট যেতে না যেতেই লিড নেয় আয়াক্স। মাথিস ডি লিটের পা থেকে বল জড়ায় টটেনহ্যামের জালে।
৩৫ মিনিটে হাকিম দিয়েখ এর গোলে ২-০ ব্যবধানে এগিয়ে যায় আয়াক্স ।
ইউরোপিয়ান ফুটবলে রিয়াল মাদ্রিদ ও জুভেন্টাসকে হারিয়ে সেমিফাইনালে এসে ধরা পরলো টটেনহামের কাছে ।
স্বপ্নের ফাইনালে পৌঁছতে টটেনহ্যামের লাগবে ৩ গোল! অথচ খেলার অর্ধেকটা ইতিমধ্যে শেষ।
কিন্তু দ্বিতীয়ার্ধে নেমে ৪ মিনিটের এক ঝড়ে কঠিন সেই সমীকরণ মিলিয়ে দেয়ার সম্ভাবনা জাগায় স্পার্স।
৫৫ মিনিটে প্রথমবার আয়াক্সের রক্ষণভাগকে পরাস্ত করেন ব্রাজিলিয়ান উইঙ্গার লুকাস মোউরা। ব্যবধান গিয়ে দাঁড়ায় ২-১ এ। প্রথম গোলের মাত্র ৩ মিনিট পরেই মোউরা দারুণ এক শটে সমতায় ফেরান সফরকারীদের।
স্কোরলাইন ২-২ থাকলেও দুই লেগের হিসাবে তখনও ফাইনালের পথে এগিয়ে আয়াক্স।
আর কোনো গোল না হওয়ায় ফল অসমাপ্ত রেখে নির্ধারিত সময় শেষ করে দুদল। খেলা হয় ৬ মিনিটের এক্সট্রা টাইম এ। আর তখনি রচিত হয় নতুন ইতিহাস ।
লুকাস মোউরার পায়ের চমৎকার শটে হ্যাটট্রিক পূরণ করেন। এবং নিজের দলকে এনে দেয়
চ্যাম্পিয়নস লিগ ফাইনালের স্বাদ।