রাজনৈতিক সংঘর্ষে ফের উত্তপ্ত কলকাতার আরেক এলাকা। ইদানিং বেশ কয়েকদিন ধরে বিভিন্ন জায়গায় জায়গায় তৃণমূল ও বিজেপি সংঘর্ষ লাগছে। এবারে উত্তপ্ত হয়ে উঠল টেংরা এলাকা।
ট্যাংরার কুলি ডাঙ্গায় শনিবার বিজেপি ও তৃণমূল দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। এই সংঘর্ষে দুই পক্ষেরই লোক আহত হয়েছে। খবর পৌঁছাতেই ঘটনাস্থলে এসে উপস্থিত হয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাহিনীকে হস্তক্ষেপ করতে হয়।
সংবাদমাধ্যমের সূত্রে খবর ট্যাংরার মথুরবাবু লেনে এলাকা দখলকে কেন্দ্র করে শুরু হয় এই সংঘর্ষ। অভিযোগ ওঠে বারবার দফায় দফায় সংঘর্ষ করছিল তৃণমূল ও বিজেপি। পুলিশ সামনে থাকলেও তাকে তোয়াক্কা করছিল না এই দুই দলের লোকেরা। পুলিশের সামনেই ইট দিয়ে এক পক্ষ অপর পক্ষকে আক্রমণ করছিল। এই ইট বৃষ্টির জন্য 3 জন আহত হয়। এন্টালী থানার পুলিশ অতদেস্ক স্থানীয় হাসপাতালে ভর্তি করেছেন।
সাংবাদিক বৈঠকে এই পুরো ঘটনার জন্য তৃণমূল দুষ্কৃতীদের দায়ী করেছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। তার দাবি অনুযায়ী এই পুরো ঘটনা ঘটিয়েছে তৃণমূলের সমর্থকরা। তবে স্থানীয় বাসিন্দাদের মতে বহিরাগতদের ঢুকিয়ে অশান্ত করা হচ্ছে টেংরা এলাকা। তাদের অভিযোগ অনুযায়ী এই সংঘর্ষে ঘরবাড়ি ভাঙচুরও করা হয়। এই পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার জন্য পুলিশ বাহিনী এখনও ওই এলাকায় টহল দিচ্ছে।