অক্টোবর-নভেম্বর মাসে যুদ্ধের কথা ঘোষণা করল পাকিস্তান। কাশ্মীর বিতর্ক ঘিরেই এই যুদ্ধের কথা জানিয়েছেন পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদ আহমেদ। সোমা নিজেকে কাশ্মীরের দূত বলে ব্যাখ্যা করেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। আর তার ঠিক কিছুদিন পরেই পাকিস্তানের মন্ত্রী শেখ রশিদ আহমেদের এহেন ঘোষণা।
আজ অর্থাৎ বুধবারে হঠাৎই নোটাম ইস্যু করেছে পাকিস্তান। এক সংবাদ মাধ্যম সূত্রে খবর পাওয়া গেছে এই নোটিশ জারির পেছনে করাচির কাছে মিসাইল পরীক্ষার সম্ভাবনা রয়েছে। এমনকি পাকিস্তানের করাচির আকাশ পথও সাময়িকভাবে বন্ধ রেখেছে ইসলামাবাদ।
Pakistan media: Railways Minister Sheikh Rashid Ahmed has predicted that a full-blow war between Pakistan and India is “likely to occur in October or the following month.” (file pic) pic.twitter.com/rWnvi8xZqE
— ANI (@ANI) August 28, 2019
এরমাঝেই পাকিস্তানের ওই মন্ত্রী সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়ার সময় জানিয়েছেন এই যুদ্ধের কথা। তিনি দাবি করেছেন এটাই হবে শেষ ভারত এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ। এছাড়াও কাশ্মীর ইস্যুতে মুসলিম দেশগুলি কোন ভূমিকা পালন করেনি বলে এবং রাষ্ট্রপতি অনীহা প্রকাশ করেছে বলেও ক্ষোভ জানিয়েছেন পাকিস্তানের ওই মন্ত্রী। তিনি রাষ্ট্রপুঞ্জের কাছে গণভোটের দাবি জানিয়েছেন।
সোমবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান নিজেকে কাশ্মীরের দ্যুত বলে ব্যাখ্যা করলেও তার ২৪ ঘণ্টার মধ্যে নিয়ন্ত্রণরেখা বরাবর তিনি এসএসজি কমান্ডো পাঠিয়ে দেন। ভারত এবং পাকিস্তানের মধ্যে যদি যুদ্ধ লাগে তবে তা অবশ্যই ভয়ঙ্কর আকার ধারণ করবে। কারণ এই দুই দেশই পরমাণু শক্তিধর দেশ। আর এই যুদ্ধের কারণ নিঃসন্দেহে কাশ্মীর ইস্যু হবে বলে জানিয়েছেন ওই পাক মন্ত্রী।