সৌন্দর্য বজায় রাখার জন্য মাসে মাসে একগাদা টাকা চলে যায় পার্লারের পেছনে। থ্রেডিং থেকে শুরু করে স্পা কিংবা হেয়ার কালার- সব মিলিয়ে পকেট ফর্দাফাঁই হওয়ার জোগাড়।
অথচ বাড়িতে থাকা জিনিসপত্র দিয়েই এসব ছোটখাট রূপচর্চা সেরে ফেলা যায় অনায়াসেই। কীভাবে? তারই পকেট ফ্রেন্ডলি টিপস রইল আপনার জন্য। পার্লারে যাওয়ার সময় বাঁচিয়ে বাড়িতে বসেই সেরে ফেলতে পারেন এসব রূপচর্চা।
জেনে নিন কিভাবে করবেন বাড়িতে থাকা জিনিস দিয়েই আপনার রূপচর্চাঃ
১) প্রথমে মাথার চুল আঁচড়ে পেছনের দিকে বেঁধে নিন
২) গরম জল নিন একটা বড় গামলার অর্ধেকটায়
৩) একটা বড় তোয়ালে পিঠের দিক থেকে মাথার উপরে টেনে গামলা ঢেকে দিন যাতে বাষ্প বেরিয়ে যেতে না পারে।
৪) মাঝে মাঝে তোয়ালে সরিয়ে প্রশ্বাস নিন।
৫) চামচ দিয়ে গরম জলটা নাড়াচাড়া করুন, এতে বাষ্প বেশি উঠবে। এভাবে ১০ মিনিট গরম জলের ভেপার নিন।
৬) জলে ঘরোয়া কিছু উপাদান মেশাতে পারেন। যেমন- ১ চামচ জোয়ান, ২টো পাতিলেবুর রস অথবা লেবুর খোসা, ২ চামচ থেঁতো করা মৌরি।
৭) ভেপার নেওয়ার সময় চোখ বন্ধ রাখুন
৮) এবার ভেপার নেওয়া হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর তোয়ালে দিয়ে হালকা করে ত্বক মুছে নিন।
৯) শেষে ময়েশ্চারাইজার মেখে নিন মুখে