যতই কাজ করছেন কিন্তু ভাগ্য কিছুতেই সাধ দিচ্ছেনা? কর্মস্থলে বাধা একের পর এক? তবে, অবশ্যই বাস্তুতন্ত্র মেনে করুন এই বিশেষ কিছু কাজ৷ তাহলে আপনার সাফল্যের পথে আর কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারবেনা৷ তবে, জেনে নিন এবারে কি সেই কাজ৷ ফেং সুই এবং বাস্তুমতে আপনাকে অবশ্যই মেনে চলতে হবে এই বিশেষ কিছু কাজ৷ যা আপনার ভাগ্য ফিরিয়ে আনতে সক্ষম অনেকাংশে৷ তবে, এই সমস্ত ছোট ছোট টিপস তাদের জন্যই যারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন৷ যদি আপনি চান আপনার ব্যাবসাটিকে আরও সমৃদ্ধশালী করে তুলতে, তবে অবশ্যই মেনে চলুন এই বিশেষ কিছু নিয়ম৷
বাস্তুশাস্ত্র মতে, ঘোড়া শক্তির সঞ্চার করতে সাহায্য করে৷ এটিই আপনাকে আপনার কাজের প্রতি আরও মনোনিবেশ ঘটাতে সাহায্য করবে এবং আপনার কাজের প্রতি আরও এনার্জি বাড়িয়ে তুলতে সাহায্য করবে৷ তবে, শুধু আপনার অফিসে কিংবা কাজের জায়গায় যেমন তেমন একটি ঘোড়া রাখলেই হবেনা৷ এক্ষেত্রেও আছে বিশেষ কিছু নিয়ম৷
১) যদি দক্ষিণ দিকে থাকে আপনার ঘোড়ার মুখটি তাহলে আপনার অনেক নাম যশ হবে৷ আর আপনার ব্যবসা খুব সহজেই বিখ্যাত হয়ে যাবে৷
২) যদি উত্তর দিকে থাকে আপনার ঘোড়ার মুখটি তবে আপনার কেরিয়ারে অনেক উন্নতি হবে৷ এছাড়াও বাড়ির দক্ষিণ দিকে রাখুন একটি ঘোড়ার শোপিস৷ তা আপনার ভাগ্য উজ্জ্বল করতে সহায়তা করবে৷
৩) বাড়ির দরজা কিংবা জলের দিকে মুখ করে রাখুন আপনার ঘোড়াটি৷
৪) বাড়ির বেডরুমে দু’মুখো ঘোড়ার শো পিস রাখলে তা স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক আরও মজবুত করে৷
৫) সাতটি ঘোড়া দৌড়োচ্ছে৷ এমন কোনও শোপিসও খুবই ব্যবসা বাণিজ্যের জন্য খুবই লাকি বলে মনে করা হয়৷