কাজের শুবিধার জন্যই পূর্নবিন্যাস করা হয়েছে বলে জানিয়েছে সড়ক ও সেতু পরিবহ মন্ত্রী ওবায়েদুল কাদের। সকালে রাজধানির সেতু ভবনে সাংবাদিকদের সাথে মত বিনিময় তিনি এ কথা বলেন ।
তার মতে মন্ত্রনালয়ের কাজে গতি বাড়াতেই এই পরিবর্তন আনা হয়েছে । এ সময় চলমান মেগা প্রকল্প গুলোর কাজের অগ্রগতি
তথ্য দেন মন্ত্রী । তিনি বলেন পদ্মা সেতু প্রকল্পের অগ্রগতি হয়েছে ৬৭ শতাংশ মূল সেতুর ৭৬ শতাংষ কাজ শেষ হয়েছে।
এ সময় সংসদে বি এন পির যোগ দেয়ার বিষয় তিনি বলেন, সংসদ ও রাজপথে সক্রিয় বিরোধী দলই কাম্য। এ ছাড়া ছাত্রলীগের
অন্তর দলীয় কোন্দলকে তিনি দুঃখ জনক বলে মন্তব্য করেন।
আরও খবর পড়ুনঃ সহমতের রাজনীতি করে বিএনপি-পার্থ