ঘুষ না দেয়ায় ডিম ভেঙ্গে ফেলার অভিযোগে এক এস আই সহ ৬ পুলিশ সদস্যকে ক্লোজড করা হয়েছে। গত রাতে এই সংক্রান্ত একটি নির্দেশ বন পাড়া হাইওয়ে থানাতে পাঠানো হয়।
জানা যায়, গত ১৬ মে ডিম ভর্তি একটি পিক আপ সিরাজগঞ্জ থেকে যশোরে যাচ্ছিল, পরে নাটরের বড়াই গ্রামে গাড়ির চাকা নষ্ট হয়ে যায়। খবর পেয়ে বন পাড়া হাইওয়ে পুলিশের একটি দল সেখস্নে যায়। এসয় পিক আপ উদ্ধারের জন্য র্যাকার ভাড়া সহ ২০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিজোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কিন্তু চালক রাজি না হওয়ায় ডিমের খাচি বাধা রসি কেটে দেয় তারা।
এতে ৩৫ হাজার ১০০ টি ডিম ভেঙ্গে যায় ।
আরও খবর পড়ুনঃ