তাহলে যারা আন্দাজ করেছিল ঠিকই আন্দাজ করেছিল।
এবার আর্চার খেলবে ওয়ার্ল্ড কাপ । কিন্তু এর মাঝে কপাল পুরলো উইলির।
প্রথমে আর্চার কে ছাড়াই ওয়ার্ল্ড কাপের দল ঘোষনা করে দেয়া হয়ে ছিল। তাকে রাখা হয়েছিল পাকিস্তানের সাথে ওয়ানডে সিরিস খেলার জন্য।
সদ্য এ পেসারকে এক ম্যাচ খেলার পরই বিস্রাম দিয়ে দেয়া হয়েছিল। তাকে আর দ্বিতীয় ম্যাচ খেলতে দেয়া হয়নি।
কিন্তু এর কারন যে অন্য , আর্চার সুযোগ পেতে যাচ্ছে বিশ্বকাপে।
ইতিমধ্যে ইংলেন্ডের সংবাদ মাধ্যম নিশ্চিত করিছে ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে এই ওয়েস্ট ইন্ডিস বংশদভুত এই ইংলিশ প্লেয়ার।
ওয়ান্ডে এবং টি-টুয়েন্টি মিলে মাত্র ৪টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই প্লেয়ারের।
কাল ইংলেন্ড ওয়ার্লদ কাপের জন্য চূরন্ত ঘোষনা দিবে।
জানা গেছে ডেভিড উইলির বদলে সুযোগ পাচ্ছে জফরা আর্চার। এর আগে ইনি প্রথমে খেলেছেন ওয়েস্ত ইন্ডিজ এর হয়ে বয়স ভিত্তিক দলে।
যার কারনে তাকে ইংলেন্ড দলে এত সহজে নেয়ার সুযোগ ছিল না।
কাউন্টিতে খেলেছেন পাঁচ বছর, এর পরই সুযোগ পেয়েছেন ইংলেন্ড জাতীয় দলে খেলার।
এবার তার স্বপ্ন পূরন হতে যাচ্ছে বিশ্বকাপ খেলার।
নতুন বলে ভাল বল করতে পাড়েন আর্চার। সংবাদ মাধ্যমে জানানো হয়েছে আর্চারকে নিলে ৪ জন পেচার হয় যারা সবাই নতুন বলে বল করতে পারে।
এই ক্ষেত্রে যারা আছেন তারা হচ্ছে ক্রিস ওকস , মার্ক উড ও উইলি আর এখন আর্চার।
কিন্তু সংবাদ মাধ্যমে জানানো হয়েছে, আর্চারকে নিলে চার জন পেয়সার হয়ে যায়। যার কোনো দরকার নেই, আর তাই বাদ দেয়া হচ্ছে উইলিকে।
ইংলেন্ডকে এগিয়ে নিয়ে জাওয়ার পিছনে উইলির হাত ও কিমি. নয়।
তিনি ৪৬ ওয়ানডেতে ৫২ উইকেট পেয়েছেন যা ইংলেন্ড দলের জন্য অনেক কিছু।
কিন্তু দুর্ভাগ্য যে আর্চারের বলের গতির সামনে তার হার মানতে হলো।
ফ্ল্যাট উইকেটে ঘণ্টায় ৯০ মাইলের ওপরে বল বল করতে পারেন আর্চার।
এ ছাড়াও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টিতে বিশ্বব্যাপী সুনাম অর্জন করেছেন এই ২৪ বছর বয়সী আর্চার।